ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

প্রায় এক মাসের সফরে আজ রাতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

প্রকাশিত : ১১:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় এক মাসের সফরে আজ রাতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের সাথে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। ৭ ও ৯  অক্টোবর প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ১২ ও ২০ অক্টোবর শেষ ওয়ানডে এবং প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর ২৮ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে হবে শেষ টেস্ট। এদিকে, ইনজুরির কারণে এই সফরে আসতে পারছেন না দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি