ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

প্রায় ৫শ’ বছরের ইতিহাসের সাক্ষী নওগাঁর কুসুম্বা মসজিদ

প্রকাশিত : ১৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

প্রায় ৫শ’ বছরের ইতিহাসের সাক্ষী নওগাঁর কুসুম্বা মসজিদ। মূল্যবান পাথর ও পোড়া মাটি দিয়ে সুলতানি আমলে নির্মিত মসজিদটি গৌড়ীয় শিল্পকলার এক অনন্য নিদর্শন। নওগাঁয় রাজশাহী মহাসড়কের মান্দা ব্রিজ থেকে প্রায় ৪শ’ মিটার উত্তরে মসজিদটির অবস্থান। প্রাচীন মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসে অসংখ্য মানুষ। গৌড়ীয় স্থাপত্য রীতিতে নির্মিত সুলতানি আমলের পুরাকীর্তি কুসুম্বা মসজিদ। সোলায়মান নামে এক সুলতান ১৫০৩ সালের দিকে নির্মাণ করেন মসজিদটি। ৬ গম্বুজবিশিষ্ট মসজিদের ছাদ কিছুটা ঢালু। চারদিকের দেয়ালে ভেতর ও বাইরে এমনভাবে দানাদার কালো পাথরের আচ্ছাদন দেয়া, দেখে মনে হয় মসজিদটি সম্পূর্ণ পাথরের তৈরি। রয়েছে কারুকার্যখচিত কালো পাথরের তিনটি মেহরাব। মসজিদের কাছে রয়েছে একটি দিঘি। পাথর বসানো সিঁড়ি নেমে গেছে দিঘিতে। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর কারণে মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করে অসংখ্য মানুষ। মসজিদটি সর্বশেষ ১৯৬৪ সালে সংস্কার করা হয়। দীর্ঘদিন সংষ্কারের অভাবে ফাটল দেখা দিয়েছে এর বিভিন্ন দেয়ালে। বর্তমানে মসজিদটি দেখভাল করছে প্রত্মতত্ত্ব অধিদপ্তর। কালের সাক্ষী মসজিদটি সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় মানুষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি