ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

প্রিন্স ফুডকে ১২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২০:৩৮, ২০ মে ২০১৯

Ekushey Television Ltd.

চলমান ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সাভারের হেমায়েতপুরে মিষ্টিদই তৈরির কারখানা প্রিন্স ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসময় অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৪ এর এএসপি আব্দুলাহ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনসহ উৎপাদিত পণ্যে আগাম তারিখ ব্যবহার করায় প্রিন্স ফুড প্রোডাক্টসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এ কারখানায় অভিযান চালানো হয় বলে উল্লেখ করেন তিনি।

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

আই// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি