ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রিন্স হ্যারিকে বার্গার কিংয়ে চাকরির প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ব্রিটেনের রাজপরিবারে সংকট দেখা দিয়েছে। এরইমধ্যে হ্যারি ও মেগান তাদের পরবর্তী সময় যুক্তরাজ্য এবং কানাডায় ভাগাভাগি করে কাটানোর যে ইচ্ছা পোষণ করেছেন। সে বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন রানী। তবে রানী আশা প্রকাশ করেন, তারা সব সময়ই তার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবে।

এদিকে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে আর্থিক স্বনির্ভর হওয়ার জন্য খণ্ডকালীন চাকরির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং। 

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তের পর প্রিন্স হ্যারির উদ্দেশে এমনই এক টুইট বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের

টুইটে ‘হ্যারি, দিস রয়েল ফ্যামিলি অফারস পার্টটাইম পজিশন্স’ লিখে হ্যারিকে বার্গার কিংয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব গ্রহণের অনুরোধ করা হয়েছে।

তবে এ টুইট ছড়িয়ে পড়ার পর লাইক, কমেন্টসের ঝড় উঠেছে। প্রায় দুই হাজার রিটুইট এবং সাত হাজারের মতো শেয়ার হয়ে গেছে এরই মধ্যে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি