ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২ জুলাই ২০২০

ভারতে গান্ধী পরিবারের ওপর থেকে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটিগরির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এবার দিল্লির সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। 

আগামী ১ আগস্টের মধ্যে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। নইলে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। খবর এনডিটিভির

এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোধি রোডের সরকারি বাংলোটি পান প্রিয়াঙ্কা। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, ১ জুলাই থেকে তার নামে বরাদ্দ এই বাংলো বাতিল করা হয়েছে এবং বকেয়া হিসেবে ৩ লাখ ৬৪ হাজার টাকা প্রাপ্য। 

ইতোমধ্যে গান্ধী পরিবারের ওপর থেকে এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন বিশেষ সিআরপিএফ নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত। 

নোটিশে জানানো হয়, লোদী এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়াঙ্কাকে যে হেতু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে।

তবে নোটিশে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই নোটিশ পুনর্বিবেচনা হতে পারে। 

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি