ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন ট্রাম্প

প্রকাশিত : ১৩:৪৫, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ২২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নিরাপদ যুক্তরাষ্ট্র গড়ার প্রতিশ্র“তি দিয়ে প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে চার দিনব্যাপী জাতীয় কনভেনশনের শেষ দিনে দলীয় মনোনয়ন নেন তিনি। এসময় নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও সাধারণ জনতাকে সবার আগে প্রাধান্য দেয়ার কথা বলেন। দেশের নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে কোনো আপস নয় বলেও উল্লেখ করেন। এছাড়া তার বক্তব্যে মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি, অভিবাসন নীতি ও সন্ত্রাস দমনে কঠোরতার কথা উঠে আসে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের হিলারী ক্লিনটনের পাশাপাশি প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেন ট্রাম্প। আগামী সপ্তাহে হিলারী ক্লিনটন চূড়ান্ত মনোনয়ন পেলে তিনিই হবেন ৮ই নভেম্বর নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি