ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

প্রেসিডেন্টকে পদ ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২২ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছে অর্ধশত ছাত্র-জনতা। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলেন, বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি প্রেসিডেন্ট পদে থাকুক। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন প্রেসিডেন্টের পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হবে। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি