ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্লাবিত হচ্ছে বরগুনা, তলিয়ে গেছে ফসল ও ঘর-বাড়ি

প্রকাশিত : ১১:২০, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪০, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

অস্বাভাবিক জোয়ারে দিনে-রাতে দু’বার প্লাবিত হচ্ছে বরগুনা উপকূল। পানির তোড়ে ১৯টি পয়েন্টে ভেঙ্গে গেছে বেড়ীবাঁধ। তলিয়ে গেছে জেলার অন্তত ৪৫টি গ্রামের জমির ফসল ও ঘর-বাড়ি। এলাকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করলেও পৌঁছেনি ত্রাণ সহায়তা; মেলেনি স্থায়ীভাবে বাঁধ মেরামতের আশ্বাস। জোয়ারের পানিতে আমতলীর বালিয়াতলী গ্রামের প্রায় ৫শ’ মিটার বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। ভেসে গেছে ঘেরের মাছ। এছাড়া জেলার জিনতলা, নলবুনিয়া ও আলিয়াবাদসহ ১৯টি পয়েন্টে ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। এতে দিনে দু’বার করে প্লাবিত হয় অর্ধশতাধিক গ্রাম। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সাময়িক বাঁধ মেরামতের নামে সরকারি অর্থের অপচয় আর হরিলুট চললেও, সমস্যা সমাধানে নেই স্থায়ী কোনো উদ্যোগ। আর ত্রাণ সহায়তাও পৌঁছে না ক্ষতিগ্রস্তদের হাতে। ভাঙ্গা বাঁধগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সমস্যা সমাধানে স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি