ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ফরহাদ মজহারকে অপহরণের প্রমাণ মেলেনি: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১১:২১, ৯ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

কবি ও লেখক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে শনিবার সকালে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন।

সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার রাতেই যশোরের নোয়াপাড়ায় খোঁজ মেলে মজহারের। পরের দিন সকালে সেখান থেকে তাঁকে ঢাকার আদাবর থানায় আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে আমরা যে সব তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণ দরকার। কাজেই সেই সময়টুক আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব।

//এআর//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি