ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফরিদপুরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে

প্রকাশিত : ১৩:১৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:১৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুরে নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহত হয়েছে ২৬ যাত্রী। গতরাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে ৩৯ জন যাত্রী নিয়ে নড়াইল থেকে ঢাকা আসছিলো হানিফ পরিবহনের একটি বাস। রাত ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের গজারিয়া এলাকায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে আগুন ধরে যায়। বাসের যাত্রী ও কাভার্ড ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই নিহত হয় ১৩ জন। স্থানীয়রা কয়েক যাত্রীকে উদ্ধার করলেও, বেশিরভাগই বাসের ভেতর দগ্ধ হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্র্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বাসের আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, সকালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা যায় আরো ১জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি