ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফলের জুসের ইনজেকশন নিয়ে মৃত্যুঝুঁকিতে চীনা নারী

প্রকাশিত : ১০:৫১, ২০ মার্চ ২০১৯

চীনের এক নারী ইনজেকশন দিয়ে নিজের শরীরে ফলের রস ঢোকানোর পর তিনি নিজের প্রাণটি প্রায় হারাতে বসেছিলেন। স্বাস্থ্য রক্ষার জন্যই তিনি এই কাজ করেছিলেন বলে জানা যাচ্ছে।

কিন্তু এই কাজ করার পর পাঁচদিন ধরে হাসপাতালে তাকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ডাক্তারদের।তার যকৃত, কিডনি, হৃদপিণ্ড এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের হুনান প্রদেশের যিয়াংগান ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তাররা বলছেন, ৫১-বছর বয়সী এই নারী যে ইনজেকশন নিয়েছিলেন তাতে ২০ ধরনের ফলের রস ছিল।

চীনা সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্য রক্ষার নিরাপদ উপায় সম্পর্কে মানুষকে আরো বেশি করে জানানোর প্রয়োজন রয়েছে।

ইনজেকশন শরীরে ঢোকানোর পর এই নারীর দেহে চুলকানি শুরু হয় এবং তার তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়।

এরপর মুমূর্ষু অবস্থায় গত ২২শে ফেব্রুয়ারি তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি