ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফাঁস প্রশ্নসহ একুশের ক্যামেরায় ধরা পড়ল শিক্ষার্থী [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শত চেষ্টার পরেও ঠেকানো যায়নি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এসএসসির লিখিত পরীক্ষার শেষ দিনেও উচ্চতর গণিতের প্রশ্ন চলে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রশ্ন ফাঁসের ঘটনা অনুসন্ধানে গিয়ে মোবাইলে প্রশ্নপত্রসহ কয়েক শিক্ষার্থী ধরা পড়ে একুশে টেলিভিশনে ক্যামেরায়।

সকাল নটা, পরীক্ষা শুরুর বাকি আরও একঘণ্টা। রাজধানীর ফার্মগেটে পরীক্ষা কেন্দ্রের কিছু দূরে চার শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা মিলে মোবাইলে কি যেন দেখছেন। কেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নেয়া নিষিদ্ধ হলেও শিক্ষার্থীদের হাতে মোবাইল দেখে, সেখানে যায় একুশে টিম।

সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই মোবাইল রেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যায় শিক্ষার্থীরা। তাদের মোবাইলের ম্যাসেঞ্জারে দেখা যায় উচ্চতর গণিতের প্রশ্নপত্র। একই সঙ্গে দেয়া ছিল উত্তরপত্র। পরীক্ষা শেষে দেখা যায় মূল প্রশ্ন ও মোবাইলে পাওয়া প্রশ্নের হুবহু মিল রয়েছে।

পরে ঐ শিক্ষার্থীদের অভিভাবক মোবাইল ফোন নিতে এসে জানান, প্রশ্নপত্র ফাঁসের মূল হোতাদের শাস্তি নিশ্চিত করা হলে এটি বন্ধ হতে পারে।

প্রশ্নপত্র ফাসেঁর ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তারা বলেন, দিনদিন প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মেধার যাচাই হচ্ছেনা। এটি বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগের দাবী জানান তারা।

এদিকে, বিভিন্ন অনিয়ম ও একইস্থানে দীর্ঘ মেয়াদে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের ত্রিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিগগিরই আরো কিছু কর্মকার্তাকে বদলী করার কথা রয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি