ফারাক্কার পদ্মায় পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন
প্রকাশিত : ১৮:২৯, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৯, ৩১ আগস্ট ২০১৬
ফারাক্কার প্রভাবে পদ্মায় পানি বৃদ্ধির সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
রাজবাড়িতে পানি বাড়ায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। চারটি ঘাটের মধ্যে দুটি পুরোপুরি সচল থাকলেও বাকি দুটি ঘাটে ভিড়তে পারছে না ফেরি। রাজবাড়ি সদরসহ পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও শরীয়তপুরে চলছে ভাঙ্গন। ইতোমধ্যে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পদ্মা পাড়ের মানুষ। খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের অন্তত ১ হাজার পরিবার।
আরও পড়ুন