ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফিনলে স্কয়ার নির্মিত হয়েছে চট্টগ্রামে

প্রকাশিত : ১৭:২০, ১ জুন ২০১৬ | আপডেট: ১৯:০০, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে নির্মিত হয়েছে ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত দেশের প্রথম বর্ণনাধর্মী স্থাপনা ফিনলে স্কয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়তলা বিশিষ্ট এ ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম আই খসরু। নগরীর ২ নম্বর গেইট এলাকায় ৩৩ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে নির্মিত এ শপিংমলে কেনাকাটার পাশাপাশি থাকবে নগরবাসীর আনন্দ বিনোদনের সুযোগ। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চট্টগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের মহানায়কদের প্রতি শ্রদ্ধা জানাতেই ফিনলে স্কয়ারের বাইরের দেয়াল সাজানো হয়েছে অতীত ইতিহাস ঐতিহ্য দিয়ে। সেই সাথে নতুন প্রজন্মকেও বিভিন্ন গৌরবগাঁথার সাথে পরিচয় করে দেয়া সহজ হবে বলে উল্লেখ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি