ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে রোডরিগো ডুটের্টে এগিয়ে

প্রকাশিত : ০৯:২১, ১০ মে ২০১৬ | আপডেট: ০৯:২১, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রাথমিক ফলাফলে এখনও এগিয়ে কট্টরপন্থি রোডরিগো ডুটের্টে। সবশেষ জরিপের তথ্য বলছে, এ পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এরমধ্যে প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘দ্যা পানিসার’ খ্যাত সাবেক এই প্রসিকিউটর। তার ঠিক পরের অবস্থানে রয়েছেন ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্টের নাতি ম্যানুয়েল রোক্সাস। এছাড়া এ ভোটের মধ্য দিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট, সিনেটর ও মেয়রসহ প্রায় ১৮ হাজার স্থানীয় কর্মকর্তাও নির্বাচিত হয়েছে। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়। যদিও তার আগেই নির্বাচনী সহিংসতায় এক মেয়র পদপ্রার্থীসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। এবারের নির্বাচনে দেশটির অর্থনীতি, অপরাধ ও দুর্নীতি দমন, দারিদ্রতা এবং আঞ্চলিক বিরোধের নিষ্পত্তি-ই প্রধান্য পাচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি