ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফিলিস্তিনি ভূখণ্ডকে জ্বলন্ত রাখতে হবে: আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইহুদি ইসরায়েলের দখল-দারিত্বদারিত্ব ঠেকাতে ফিলিস্তিনি ভূখণ্ডকে জ্বলন্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি মুক্তি আন্দোলন বা পিএলও’র কেন্দ্রীয় পরিষদের কনভেনশনে তিনি শনিবার এ আহ্বান জানান।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডকে জ্বলন্ত অবস্থায় রাখতে হবে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বেছে নিলেও মাহমুদ আব্বাস বহু বছর ধরে কথিত শান্তি আলোচনার পথে হেঁটেছেন।

কিন্তু তিনি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’কেও প্রত্যাখ্যান করছেন। কনভেনশনে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হচ্ছে ইসরাইলি দখলদারিত্বের অংশীদার; তারা সমস্যার অংশ, সমাধানের অংশ নয়। তিন দিনের এ সম্মেলন থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি প্রত্যাখ্যান করা হয়েছে।

সূত্র: আরাবিয়ান নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি