ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের মানবাধিকার কর্মী আহেদ তামিমি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের তরুণ মানবাধিকার কর্মী আহেদ তামিমি (২২)কে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

সোমবার এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিলিস্তিনি বিশিষ্ট মানবাধিকার কর্মী আহেদ তামিমিকে। 

পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে ‘নবী সালিহ’ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেয়ার অভিযোগে আহেদ তামিমিকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্যে তাকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২২ বছর বয়সী আহেদ তামিমি ফিলিস্তিনি নারী লেখক ও মানবাধিকার কর্মী।

এর আগে ২০১৭ সালে আহেদ তামিমিকে আটক করা হয়েছিল। ওই সময় তার ছোট ভাইকেও গ্রেপ্তার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি