ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ফিশিং ট্রলারসহ জেলে অপহরণ করে নির্যাতন করেছে মিয়ানমারের নৌবাহিনী, আহত ৬

প্রকাশিত : ১৪:২৫, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২৫, ২৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের জলসীমায় ঢুকে একটি ফিশিং ট্রলারসহ জেলেদের অপহরণ করে নির্যাতন করেছে মিয়ানমারের নৌবাহিনী। এতে আহত হয়েছে ৬ জেলে। আহত জেলে ও ট্রলার মালিক জানান, জেলেরা মঙ্গলবার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে মাছ ধরতে সাগরে জাল ফেলেন। এ’সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ এসে তাদের ধরে নিয়ে যায়। মাছ ও জালসহ মালামাল লুট করে নির্যাতনের পর জেলেদের ছেড়ে দেয়া হয়। পরে বাংলাদেশের দিকে ফিরে আসার সময় মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ট্রলারটি সেন্টমার্টিন ঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন ও কোস্টগার্ডের সদস্যরা গুলিবিদ্ধ ৬ জেলেকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি