ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফিশিং বোট ডুবির ঘটনায় নিহত ৬ জেলের পরিচয় মিলেছে

প্রকাশিত : ১৪:২৬, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৬, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় ফিশিং বোট ডুবির ঘটনায় নিহত ছয় জেলের পরিচয় মিলেছে। নিহতরা হলেন, কক্সবাজার সদরের খুরুশকুলের রহমত উল্লাহ, জাফর আলম, আবুল হোসেন, কবির হোসেন, নুরুল কবির ও তারেক আহমদ। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানিয়েছেন, রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া নিহত ৬ জেলের মৃতদেহ শনাক্ত করেন স্থানীয়রা। পরে কক্সবাজারের জেলা প্রশাসকের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই জেলেদের মৃতদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। একই সঙ্গে নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি