ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফুটবলে মাশরাফির হ্যাটট্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দেশের তারকা ক্রিকেট খেলোয়ার মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট ছাড়া ফুটবলেও যে ভালো খেলেন তা তিনি প্রমাণ করলেন। সোমবার বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের  উদ্যোগে এক ফুটবল খেলার হ্যাটট্রিক করে এর জানান দেন।

এতে নড়াইল এক্সপ্রেস ফুটবল একাডেমি বনাম প্রাক্তন একাদশ অংশ নেয়। মাশরাফি খেলেন প্রাক্তনদের দলে। এই খেলায় হ্যাটট্রিক ছাড়াও তার নিখুঁত পাসে সতীর্থ খেলোয়াড় লিকু আরো একটি গোল করেন।

এই গোলের মাধ্যমে মাশরাফির দল ৪-৩ গোলে বিজয়ী হয়। এভাবে মাশরাফি খেললেন, দলকে খেলালেন এবং নিজে গোলও করলেন। খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান সাগর।

এসময় মাশরাফির খেলা দেখার জন্য কাঠফাটা রোদ এবং ভাপসা গরম উপেক্ষা করে বিকেল চারটায় দলে দলে মানুষ জড়ো হতে থাকে। উদ্দেশ্য একটাই মাশরাফির ফুটবল খেলা দেখা।

মানুষ জানে মাশরাফি বিন মুর্তজা শুধু ক্রিকেটই খেলেন। কিন্তু ফুটবলও যে ভালো খেলেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।

উল্লেখ্য, মাশরাফি কিন মুর্তজা নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন তিনি নিজেই। ফাউন্ডেশন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও নড়াইল ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে ক্রিকেট, ফুটবল এবং ভলিবল নিয়েও কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও জেলার ক্রিড়াঙ্গণকে উন্নত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি