ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফেনীতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৯:৪৯, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ১৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ফেনীর মধুপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠছে। এদিকে ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনার জেরে শাহাদাত হোসেন নামে এক যুবক বখাটের ছুরিকাঘাতে মারা গেছে। সদর উপজলোর মধুয়াই এলাকায় শশুর বাড়ির নির্যাতনে ফরিদা নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের মা জানান, এলাকার প্রবাসী মিন্টুর সাথে বিয়ের পর থেকেই নানা অজুহাতে ফরিদার ওপর নির্যাতন চালাত শশুর বাড়ির লোকজন। এসব নিয়ে স্থানীয়ভাবে বৈঠক বসলে আরো ক্ষেপে গিয়ে নিহতের দেবর দাউদ, জসিম, ও আলাউদ্দিনসহ মিলে তাকে গলা টিপে হত্যা করে। এদিকে ছাগলনাইয়ায় রিকশা চালককে মারধরের প্রতিবাদ করলে বেলাল নামে এক বখাটে ছুরিকাঘাত করে হত্যা করে শাহাদাত নামে এক যুবককে। এসময় আহত হয় আরো দুজন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি