ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফেনীতে যৌতুকের দাবীতে গৃহবধু হত্যা

প্রকাশিত : ১৪:৩৮, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ফেনীর দাগনভূঞায় যৌতুকের দাবীতে বিবি মরিয়ম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী নূর আলম। গত বৃহস্পতিবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের মোল্লাবাড়ীতে এই ঘটনা ঘটে। নূর আলমকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের দাবীতে মরিয়মের ওপর চাপ দিয়ে আসছিলো। মরিয়মের পরিবার কয়েকবার টাকাও দিয়েছে। কয়েকদিন আগে নিহতের স্বামী আবারো টাকা দাবী করে। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে মরিয়মকে পিটিয়ে হত্যা করে স্বামী নূর আলম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি