ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া

প্রকাশিত : ১৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ডেভিস কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। ফ্রেঞ্চ তারকা নিকোলাস মাহুট ও পিয়েরে হার্বাটের বিপক্ষে দারুন নৈপুন্য দেখিয়েছেন ক্রোয়েশিয়ান মার্টিন চিলিচ ও আইভান ডডিগ জুটি। প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলায় ক্রোয়েশিয়ানরা জয় পেয়েছেন ৭-৬, ৫-৭, ৭-৬ ও ৬-৩ গেমে। প্রথম সেটে ক্রোয়েশিয়া জয় পেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। তবে, শেষ দুই সেটে দারুন জয় দিয়ে সমর্থকদের আনন্দে ভাসান ক্রোয়েশিয়া। ফাইনালে যেতে হলে রোববার পরবর্তী ম্যাচে মোকাবেলায় ফ্রান্সকে জিততেই হবে। ফাইনালে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে বিজয়ী দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি