ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বইমেলা পূর্ণতা পেয়েছে পাঠকের পদচারণায়

প্রকাশিত : ২১:২৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে গ্রন্থমেলার ২০ তম দিন। নির্ধারিত সময়ের দুই তৃতীয়াংশ শেষ। লেখক-পাঠক ও প্রকাশকের মিলনমেলায় প্রাণ পেয়েছে বইমেলা। বেড়েছে বই বিক্রিও। এ দিন নতুন বই এসেছে ৯২ টি। সবমিলিয়ে প্রায় আড়াই হাজার নতুন বইয়ের পাশাপাশি পুরোনা বইয়ের নতুন সংস্করণ তো থাকছেই। তরুন লেখকরা আশাবাদী, পাঠকের কাছে একটা জায়গা তৈরি হচ্ছে ধীরে ধীরে। বইমেলা পূর্ণতা পেয়েছে পাঠকের পদচারণায়। হাজারো বইয়ের ভীড়ে মুখ না ডুবিয়ে একটা স্বাদের বই খুঁজে নেবার অদম্য ইচ্ছা পাঠকের। সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে প্রায় অর্ধ শতাধিক নতুন বইয়ের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আবদুর রাজ্জাকের রাজনৈতিক কর্মকান্ডের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৩ টি বই অনলাইনে প্রকাশ করেছে একটি অনলাইন প্রকাশনা প্রতিষ্ঠান। তরুন লেখকরা আশাবাদী, পাঠকের কাছে নতুনদের গ্রহণযোগ্যতা বাড়ছে। আর বর্ধমান হাউজের আঙিনায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করেছেন বিশিষ্টজনরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি