ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বক্তব্যের জন্য মেয়র আনিসের দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:১০, ১৫ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়’-এমন বক্তব্যের দেয়ার জন্য দু:খ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

মেয়র  বলেছেন, ‘গতকাল একজন সাংবাদিক বন্ধু একটি প্রশ্ন করেছিলেন, আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি।’

শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামনে মশক নিয়ন্ত্রণে সচেতনতামূলকেএক র‌্যালির শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক।

শুক্রবার সিটি কর্পোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না। নগরীব্যাপী চিকগুনিয়ার ব্যাপক প্রসার পাওয়ার পরও মেয়রের এ বক্তব্য জনমনে দাগ কাটে। সমালোচনার মুখে পড়েন মেয়র।

চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীর গুলশানের ডিএনসিসি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া সচেতনতামূলক শোভাযাত্রার শুরুতে মেয়র বলেন, ‘আমরা বলতে চেয়েছি যে, বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। আমার বক্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।’

চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকাভিত্তিক বড় করে কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়—এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।

মেয়র বলেন, আমাদের এলাকার সব রাস্তার তালিকা করেছি। মশক নিধন কর্মীরা সে অনুযায়ী কাজ করবেন। আর এলাকার মানুষ যদি মশক নিধক কর্মীদের দিয়ে আশানুরুপ ফল না পান, তাহলে সেসব মশক নিধককর্মীদের বেতন দেয়া হবে না। আমরা সবাই মিলে একসঙ্গে এই চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক কার্যক্রম চালব। এ জন্য জনগনকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে।

র‌্যালিতে স্থানীয় সংসদ সদস্য, ডিএনসিসির কর্মকতা-কর্মচারী, কাউন্সিলর, এলাকাবাসীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

//এআর

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি