ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বঙ্গোপসাগর থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ২০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:০৪, ২০ ডিসেম্বর ২০১৯

ফিসিং বোর্ডের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে জেলেদের উদ্ধার করে নৌবাহিনী: ছবি-সংগৃহীত

ফিসিং বোর্ডের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে জেলেদের উদ্ধার করে নৌবাহিনী: ছবি-সংগৃহীত

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনীর জাহাজ কক্সবাজারের মহেশখালী হতে ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘ইয়াসিন’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) এবং নাজিম উদ্দিন (১৫)। তারা সকলেই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

গত ১৭ ডিসেম্বর ৫ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিন দিন সমুদ্রে অবস্থান করে। এ সময় জেলেরা তীব্র পানি ও খাদ্য সংকটে পড়ে এবং তারা বিভিন্নভাবে উদ্ধার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। 

পরবর্তীতে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ ’সাগর’ ভাসমান ফিশিং বোটটি দেখতে পায় এবং দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে। ‘বানৌজা সাগর’র নৌ-সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। এসময় জেলেরা নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রাথমিক চিকিৎসা ও সহযোগিতা শেষে ‘বানৌজা সাগর’ উদ্ধারকৃত জেলেসহ বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের নিকট নিয়ে আসে এবং পরে তাদেরকে বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়। সূত্র: বাসস

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি