ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

দুই জেলেকে ফেরত দিল বিএসএফ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ৬ ডিসেম্বর ২০১৯

রাজশাহী সীমান্তে বিজিবি

রাজশাহী সীমান্তে বিজিবি

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্মলচর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সীমান্তের ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয়া হয়।

ফেরত আসা জেলেরা হলেন- উপজেলার প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। সন্ধ্যায় বিষয়টি বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) প্রেমতলী বিওপি ক্যাম্পে জানায় জেলেদের পরিবার। পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত আনার উদ্যোগ নেয়া হয়। 

প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন বলেন, পতাকা বৈঠকের বিজিবির পক্ষে তিনি নিজে এবং বিএফএফের পক্ষে ভারতের টিকনার চর ক্যাম্পের কমান্ডার রাম কুমার নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর রহিম ও ওমরকে তারা হস্তান্তর করে। এই সময় মাটিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নয়ম আলী স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি