ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

বনধের সমর্থনে রাজপথে রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের রাজধানী দিল্লীতে কেন্দ্রীয় জনবিরোধী নীতি এবং জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে  কংগ্রেসের ডাকে চলছে ভারত বনধ। তারই সমর্থনে রাজ পথে নামেন কংগ্রেসের প্রথম সারির নেতারা৷ নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার সকাল ৯টার সময় দিল্লির রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস। সেই মিছিলে দলীয় সভাপতির সঙ্গেই ছিলেন রাজ্যসভার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ ছিলেন শরোদ যাদবও৷ মিছিলে হাঁটার সময় রাহুল গান্ধীকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

একই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে এদিন সাধারণ ধর্মঘটের ডাক দেয় সিপিএমসহ বাম দলগুলো। তবে রাজপথে কংগ্রেসের মিছিলে কোনো বাম নেতাকে দেখা যায়নি।

নীতিগত সমর্থন থাকলেও এদিনের বনধে যোগ দেয়নি তৃণমূল৷ কেন্দ্র বিরোধিতায় তারা মিছিল করবে বলে ঘোষণা দেয়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি