ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বন্দুক যুদ্ধে রাজধানীতে, ঝিনাইদহ ও খুলনায় ৩ জন নিহত

প্রকাশিত : ১৪:১৫, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৫, ১২ আগস্ট ২০১৬

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীর কদমতলীতে এক মাদক ব্যবসায়ী ও <ংঃৎড়হম>ঝিনাইদহে এক সন্ত্রাসী নিহত হয়েছে। খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে এক বনদস্যু। র‌্যাব জানিয়েছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডে ফলশী বটতলা এলাকায় <ংঃৎড়হম>রাতে নিয়মিত টহলদল পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম নামের এক সন্ত্রাসী মারা যায়। আহত হয় র‌্যাবের ২ সদস্য। ঘটনাস্থল থেকে ১টি শার্টারগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে, <ংঃৎড়হম>খুলনার কয়রায় খরখড়িয়া নদীর পাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আনারুল বাহিনীর প্রধান আনারুল নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশী বন্দুক ও ৫টি কার্তুজসহ আরো কিছু গোলাবারুদ। আনারুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি