ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের কাজ

প্রকাশিত : ১৭:১০, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১০, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চার দফা দাবিতে ৪র্থ দিনের মতো চলছে নৌ-যান ধর্মঘট। এ’কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের কাজ। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অপেক্ষায় থাকা জাহাজগুলো থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। পণ্য বোঝাই কয়েকশ লাইটারেজ জাহাজ কর্ণফুলীর ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন ঘাটে আটকা পড়ে আছে। প্রায় ৭১টি মাদার ভ্যাসেল পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।  দাবি বাস্তবায়ন না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম নৌ-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি