ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ববিতে পরিবেশগত সুরক্ষা বিষয়ক সেমিনার

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৫, ২০ জানুয়ারি ২০২০

ভূতত্ত্ব এবং খনিবিদ‍্যা বিভাগের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে "ইন্টারটিগ্রেটেড সাইট তদন্ত এবং প্রতিকার: পরিবেশগত সুরক্ষা ম্যানেজমেন্ট অনুশীলন" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণের কেন্টাকি বিভাগের অবসরপ্রাপ্ত ভূতাত্ত্বিক তত্ত্বাবধায়ক ড. আহাদ চৌধুরী (পিএইচডি, পিজি)। 

সেমিনারে সভাপতিত্ব করেন, আবু জাফর মিয়া, চেয়ারম্যান, ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান আলোচক ড. আহাদ চৌধুরী।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি