ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ববির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:২১, ৩০ ডিসেম্বর ২০১৯

ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন ববি উপাচার্য

ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিষ্ট্রার, প্রক্টর, প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।

প্রকাশিত ফলাফলে ‘ক’ ইউনিটে পাশের হার ২৫.৭৯ ভাগ, ‘খ’ ইউনিটে পাশের হার ২৪.৬৯ ভাগ এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৪২.২১ ভাগ। আর এই ৩টি ইউনিটে গড় পাশের হার ২৮.১১ ভাগ।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন জানান, ‘ক’ ইউনিটে ৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২ হাজার ৩৮৪ জন। ‘খ’ ইউনিটে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ১ হাজার ১৯৬ জন। ‘গ’ ইউনিটে ২ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ হাজার ১৪১ জন। 

জানা গেছে, ভর্তি পরীক্ষায় সর্বমোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্য থেকে পাশ করেছেন মাত্র ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৩ হাজার ১৫৪ জন ছেলে ও ১ হাজার ৫৬৭ জন মেয়ে।

এদিকে, ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে মেধাতালিকায় ১ম,২য়, ৩য় স্থান অধিকার করেছে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।

‘ক’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন দেবশ্রী সরকার (মেধা স্কোর-১৭১.৫০), দ্বিতীয় হয়েছেন সাদিকা রহমান (মেধা স্কোর-১৬৭.০০) ও তৃতীয় হয়েছেন স্বর্ণা দাস (মেধা স্কোর-১৬৫.৩০)।

‘খ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন জোয়ারিকা সাওদা (মেধা স্কোর-১৬২.৮০), দ্বিতীয় হয়েছেন রুবিনা আক্তার (মেধা স্কোর-১৬০.৯৪) ও তৃতীয় হয়েছেন সামিয়া আক্তার মীম (মেধা স্কোর-১৬০.৫০)।

আর ‘গ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন রুমি আক্তার (মেধা স্কোর-১৭৪.৫), দ্বিতীয় হয়েছে তাসনুভা ইসলাম নুর (মেধা স্কোর-১৬৭.৯) ও তৃতীয় হয়েছেন আবু তোরাব মুনতাসির বিল্লাহ (মেধা স্কোর-১৬৫.৫৬)।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে আগামী ১ জানুয়ারী থেকে। যার পর ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারী। ১ম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি