বরগুনায় তলিয়ে গেছে শত শত একর তরমুজ ক্ষেত
প্রকাশিত : ১১:০৯, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১১:০৯, ১৩ মার্চ ২০১৭
হঠাৎ বৃষ্টিতে বরগুনায় তলিয়ে গেছে শত শত একর তরমুজ ক্ষেত। বৃষ্টির পানিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে কৃষক। ঋণ নিয়ে যারা আবাদ করেছেন তারা রয়েছেন মহা দুশ্চিন্তায়। তাই ঋণ মেটাতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
গাছে গাছে ফুল আর কচি তরমুজ ধরতে শুরু করেছে কেবল। কিন্তু হঠাৎ বৃষ্টি স্বপ্ন ভঙ্গ চাষীদের। মাঠে নেমে তাই পানি নিষ্কাশনের এই ব্যর্থ চেষ্টা।
সদর উপজেলার বানাই, বাইনসমর্ত, লতাকাটা, পরীরখালসহ আমতলীর বিভিন্ন গ্রামে একরের পর একর তরমুজ ক্ষেত তলিয়ে গেছে দু’দিনের বৃষ্টিতে।
লাভের আশায় যারা ঋণ নিয়ে গত বছরের চেয়ে বেশি জমিতে তরমুজ আবাদ করেছেন তারা এখন মহাবিপাকে।
ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তবে সরকারি সহায়তা ছাড়া ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি।
ক্ষতি পোষাতে আর্থিক সহায়তার দাবি কৃষকদের।
আরও পড়ুন