ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের দেশাত্ববোধ ও চেতনার সোনার বাংলা বাস্তবায়নের পথে চলছে

প্রকাশিত : ১৫:১৬, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:১৬, ২ জানুয়ারি ২০১৭

বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের দেশাত্ববোধ ও চেতনার সোনার বাংলা বাস্তবায়নের পথে চলছে বলে মন্তব্য করেছেন তার তৃতীয় ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ডক্টর ইয়াফেস ওসমান। সকালে, শওকত ওসমানের শততম জন্মবার্ষিকীতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্টজন হিসেবে একসাথে দেশ গড়ার কাজে উল্লেখ্যযোগ্য কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন গুণী এই কলম সৈনিক। দেশ থেকে সাম্প্রদায়িক শক্তি বিতাড়ন ও জঙ্গিবাদ মোকাবেলায় বর্তমান সরকারের কঠোর অবস্থান বিশ্বে প্রশংসিত জানিয়ে তিনি বলেন, শওকত ওসমান আজীবন মাতৃভাষা ও মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রামে আত্বনিয়োগ করেছিলেন লেখনীর মাধ্যমে।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি