ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচী বাস্তবায়নে

প্রকাশিত : ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচী বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ আয়োজিত সমবেশে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর হত্যাকারীরা মনে করেছিল এদেশ থেকে স্বাধীনতার চেতনাকে ধবংস করা যাবে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন সফল হয়নি। এদিকে নগরীর ইপিজেড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আরেকটি আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি