ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বর্ষা বরণকে কেন্দ্র করে উৎসবের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১২, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

গ্রীস্মের দাবদাহ শেষে এসেছে বর্ষা। প্রকৃতিতে সতেজ-সজিবতা আর মানুষের প্রশান্তির প্রত্যাশায়, বর্ষার আগমনকে সাদরে গ্রহন করেছে নাগরিক ঢাকা। বর্ষা বরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় উৎসব- অনুষ্ঠানের। বাংলা একাডেমী প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসবে চিরায়ত বাঙালীর রূপ-লাবণ্য ফুটে উঠেছে। প্রকৃতির মতোই সজিবতায় থাকবে মানবজীবন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
আষাঢ়ের প্রথম দিন বরণে এই উৎসব। ১৫ বছর ধরে বাংলা একাডেমীর নজরুল মঞ্চের একই স্থানে বাংলাদেশ উদীচীশিল্পী গোষ্ঠী উদযাপন করে আসছে বর্ষা। এবারো নান্দনিক সব পরিবেশনা, সূচনা বাঁশির সুরে।
একে একে পরিবেশন হতে থাকে নৃত্য, গান-কবিতা আবৃত্তি। বর্ষার আয়োজনের এই দিনটিতে নিজেকে প্রকৃতির মতো সাজিয়ে আসেন অনেকে।
ঋতু আসে, ঋতু যায়। কিন্তু বর্ষার ঘনঘটা হৃদয়ে দোল দিয়ে যায় সবার মনে, জানান দিয়েছে আগমন বার্তা। বৃষ্টির গুনগুন আর নানারকম বাহারী ফুলের সমারোহে পাখপাখালির গুঞ্জন প্রকৃতিতে। শুধু গ্রামীণ জীবনেই নয়, বর্ষার টানে নাগরিক জীবনেও এসেছে ভিন্ন মাত্রা।
উৎসবের অংশ নিয়ে কেউ কেউ জানালেন সেই অনুভুতি।
চিরায়ত বাঙালীয়ানার কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে অবারিত প্রকৃতির বন্দনায় সার্বজনীনতা ধরে রাখার প্রত্যয় আয়োজকদের কন্ঠে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি