ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বর্ষা শুরু হতেই ভাঙ্গন সাতক্ষীরার বেড়িবাঁধে

প্রকাশিত : ১০:৩২, ৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৩২, ৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ভাঙ্গন দেখা দিয়েছে সাতক্ষীরার বেড়িবাঁধে। নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করায় আতংকে দিন কাটছে আইলা বিধ্বস্ত ৫টি উপজেলার লক্ষাধিক মানুষের। পানিবন্দী হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। তলিয়ে গেছে আড়াই হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। নদ-নদীর পানি বৃদ্ধি আর জোয়ারের স্রোতে সাতক্ষীরার ৫টি উপজেলার খোলপেটুয়া, কপোতাক্ষ, ইছামতি ও বেতনাসহ কয়েকটি নদীর বেড়ি বাঁধে দেখা দেয় ব্যাপক ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের ৮'শ  কিলোমিটার বেঁড়িবাধের মধ্যে ৫০ টি পয়েন্টে ২’শ  কিলোমিটারেরও বেশী বেড়িবাধ মারাতœক ঝুকিপূর্ণ অবস্থানে আছে। ইতোমধ্যে আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাধ ভেঙে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আড়াই হাজার বিঘা মৎস্য ঘের ও আর  ফসলি জমি। পানি বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বাঁধ সংস্কারের দাবীতে নানা কর্মসূচী পালন করছে গ্রামবাসী। বরাদ্দ কম থাকায় কার্যকরী পদক্ষেপ নেয়া যাচ্ছে না বলে জানান, পানি উন্নযন বোর্ড কর্মকর্তা। দ্রুত ভাঙন কবলিত এলাকার বেড়িবাঁধ সংস্কার করার দাবি এ জনপদের মানুষের ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি