বসবাসের উপযোগী সেরা ১০ শহর
প্রকাশিত : ১১:১৭, ১৪ আগস্ট ২০১৮

পৃথিবীতে জঞ্জালহীন জীবন যারা চান, তারা ঘুরে আসতে পারেন এমন ১০টি শহরে। শহরের রাজনৈতিক স্থিতিশীলতাসহ শিক্ষা-স্বাস্থ্যে আধুনিক সব সুযোগ সুবিধা প্রদান করে থাকে এমন ১০টি শহর উঠে এসেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্টের তালিকায়। বসবাসের জন্য সবচেয়ে উপযোগী শহর নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আজ থাকছে সেই আয়োজন-
১. ভিয়েনা, অস্ট্রিয়া
২. অস্ট্রেলিয়ার মেলবোর্ন
৩. ওসাকা, জাপান
৪. ক্যালগেরি, কানাডা
৫. সিডনি, অস্ট্রেলিয়া
৬. ভ্যানকাউভার, কানাডা
৭. টোকিও, জাপান,
৮. টরেন্টো, কানাডা
৯. কোপেনহেগেন, ডেনমার্ক
১০. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
এমজে/
আরও পড়ুন