ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

বহির্নোঙ্গরে পৌঁছেছে ২০ হাজার টন চাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ১৩ জুলাই ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে। এমভি ভিসাদ নামের জাহাজটি বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে প্রবেশ করে।

বিএন এঙ্করেজে অবস্থান করছে জাহাজটি। এদিকে জাহাজে আসা চালের নমুনা সংগ্রহ করতে চট্টগ্রাম বন্দরে গিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

বন্দর সূত্র জানায়, নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হবে। পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া না গেলে চালানটি খালাস প্রক্রিয়া শুরু হবে।

জাহাজটির শিপিং এজেন্টে ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন গণমাধ্যমকে জানান, ভিয়েতনাম থেকে আসা চালবাহী জাহাজটি বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে। এতে ২০ হাজার টন চাল আছে। জাহাজটি জেটিতে ভেড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে জানানো হবে। জাহাজটি ১০ তারিখ আসার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে দু’তিনদিন বিলম্ব হয়েছে।

দেশের চলমান খাদ্য সংকট নিরসনে ভিয়েতনাম থেকে মোট আড়াই লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম দফায় আনা হচ্ছে দেড় লাখ টন চাল।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি