ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাঁশখালীতে বিএনপি নেতার বাবা অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত : ১৫:৫৩, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বাঁশখালীতে দিনবভর অভিযান চালিয়ে বিএনপি নেতা লিয়াকত আলীর বাবা দুদু মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক জব্দ করা হয়। পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় লিয়াকতকে পাওয়া যায়নি। এর আগে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় লিয়াকত আলীকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। গত ৪ এপ্রিল বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিরোধীতার সময় পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়। চীনের সহায়তায়  বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করছে চট্টগ্রামের ব্যাবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্র“প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি