ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাংলা ট্র্যাক গ্রুপের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা ট্র্যাক গ্রুপের সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। চুক্তির আওতায় বাংলা ট্র্যাক গ্রুপ কর্মীদের বেতন প্রদান সেবা এবং সব ধরনের রিটেইল ঋণ সুবিধা দিবে ব্র্যাক ব্যাংক।

বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ বাংলা ট্র্যাকের প্রধান কার্যালয়ে নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের লার্জ কর্পোরেট ইউনিট ১ এর প্রধান সাজিদ রহমান, এরিয়া হেড রিজন ১ ও বনানী ১১ শাখার ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন হাজারী এবং বাংলা ট্র্যাকগ্রুপের ফাইন্যান্স বিভাগের প্রধান ফাহাদ মাহমুদ ইসলাম, হিউম্যান রিসোর্স বিভাগের গ্রুপ হেড নাজমুননাহারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি