ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ হয় কাঙাল হরিনাথের হাত ধরে

প্রকাশিত : ১০:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

এই জনপদে বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ হয় কাঙাল হরিনাথের হাত ধরে। কলকাতার বাইরে কুষ্টিয়ায় গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশের পাশাপাশি প্রথম ছাপাখানাও স্থাপন করেন তিনি। বাংলা সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথের পত্রিকায় উঠে আসে অসহায় মানুষের কথা, নীলকরদের অত্যাচারের চিত্রসহ সমাজের নানা অসঙ্গতি। ইতিহাসবিদরা বলছেন, বাংলা সংবাদপত্রের ইতিহাসে কাঙাল হরিনাথের অবদান চিরস্মরণীয়। একাধারে সাংবাদিক, সাহিত্যিক ও বাউল গান রচয়িতা হরিনাথ মজুমদার। কাঙাল হরিনাথ নামেই পরিচিত। ১৮৩৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে জন্ম। অত্যাচারিত এবং অসহায় কৃষক সম্প্রদায়কে রক্ষায় হরিনাথ পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। ১৮৬৩ সালে প্রকাশ করেন গ্রামবার্তা প্রকাশিকা নামে মাসিক পত্রিকা। পত্রিকাটি পরে পাক্ষিক ও শেষে এক পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয়। ১৮৭৩ সালে একটি ছাপাখানা স্থাপন করেন হরিনাথ। তার দেখানো পথেই এ অঞ্চলে বিকশিত হয় বাংলা সংবাদপত্র। গ্রামবার্তায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ ছাড়াও কৃষকদের ওপর তখনকার নীলকর ও জমিদারদের শোষণ-অত্যাচারের কথা উঠে আসতো। বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতায় কাঙাল হরিনাথ প্রকৃত সাংবাদিকের আদর্শ হতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলা সাংবাদিকতার পাশাপাশি ‘বিজয় বসন্ত’ নামে একটি সফল উপন্যাস, ১৮টি গ্রন্থ এবং অসংখ্য বাউল গান রচনা করেছেন গুণী এই মানুষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি