ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলাকে কেন্দ্র করে বিশ্বমানের নিরাপত্তা

প্রকাশিত : ১৮:২২, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২২, ৪ অক্টোবর ২০১৬

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দু’টি টেস্ট খেলাকে কেন্দ্র করে বিশ্বমানের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষন শেষে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইংল্যান্ডে প্রতিনিধি দলের চাহিদা অনুযায়ি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সে সময় তিনি আরো বলেন, হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি প্রটোকল দেয়া হবে। খেলা চলাকালিন সময় স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোল চত্বর  পর্যন্ত সব ধরণের দোকান বন্ধ থাকবে। জাল টিকেট সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিসিবি যৌথ অভিযান চলবে বলেও জানান ডিএমপির কমিশনার।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি