ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

প্রকাশিত : ১৭:০০, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:০০, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর একটি হোটেল এক অনুষ্ঠানে জয় বলেন, তার একমাত্র লক্ষ্য সফলতার সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। কারওয়ান বাজারের জনতা টাওয়ারে আইসিটি সফটওয়্যার পার্কে দেশের প্রথম ইনকিউবেটর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এখানে দেশের উদ্ভাবকরা বিভিন্ন সফটওয়্যার তৈরিতে কাজ করবেন। পরে হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে ইনকিউবেটর চাবি ও ক্রেস্ট তুলে দেন জয়। সেসময় তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-আইটিইউ এর মহাসচিব । অনুষ্ঠানে সজীব ওয়াজেদ বলেন, সফলতার সাথে এগিয়ে চলছে ডিজিটাল দেশের কাজ। বাংলাদেশকে প্রযুক্তিখাতে বিশ্বদরবারে গুরুত্বপূর্ণ জায়গায় পৌছে দিতে তরুন উদ্যোক্তাদের এগিয়ে আসার জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি