ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশনের কলম বিরতির ঘোষণা

প্রকাশিত : ১৯:৩৭, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বকেয়া বেতন ও চাকুরী স্থায়ী করা না হলে আগামী ২৫ নভেম্বর থেকে কলম বিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশনে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে এ ঘোষণা দেন এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, চাকরি রাজস্ব খাতে নিতে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান আইন প্রনয়ণ করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ’সময় তারা অভিযোগ করে বলেন, এক বছর ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন সারাদেশের প্রায় ১৫ হাজার নকল নবিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি