ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্তসম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:০৭, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ২৮ ডিসেম্বর ২০১৬

দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্তসম্মেলন। বুধবার সকালে নগরীর পর্যটন মোটেল সৈকতে দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সীমান্ত সমস্যা সমাধানসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে এ ধরণের বৈঠক উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে আশা করছেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশ ও ভারত দুই বন্ধু প্রতিম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ২০১২ সালে প্রথম শুরু হয় ডিসি-ডিএম সীমান্ত সম্মেলন। এবারের সম্মেলনে অংশ নেন ভারতের উনাকটি, ধলাই ও ত্রিপুরা এবং বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও মৌলভীবাজার এই ছয়টি সীমান্তবর্তী জেলার ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। সম্মেলনে ভারতীয় দলের পক্ষে নেতৃত্ব দেন উনাকটির জেলা ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য আর বাংলাদেশের পক্ষে খাগড়াছড়ির জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। আলোচনায় উঠে আসে আন্ত:সীমান্ত অপরাধ, মাদক, চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে সড়ক নির্মাণ এবং ভ’মি জরিপসহ বিভিন্ন বিষয়। কর্মকর্তাদের প্রত্যাশা, আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তসহ বিদ্যমান সব ধরণের সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি দুই দেশের সম্প্রীতি ও বন্ধন অটুট রাখতে একযোগে কাজ করার ব্যাপারেও আশাবাদী তারা। সম্মেলনে ছয়টি জেলার বিজিবি প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি