ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তার অপসারন দাবিতে মিছিল-সমাবেশ

প্রকাশিত : ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা গৌতম কুন্ডের অপসারন দাবিতে মিছিল-সমাবেশ করেছে রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী  উনিয়ন। নগরীর পাহাড়তলী ওয়ার্কসপ এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, গৌতম কুন্ডসহ একটি চক্র সদ্য নিয়োগ পাওয়া সহকারী স্টেশন মাস্টারদের কাছে ঘুষ দাবী করেছেন। নেতারা ওই কর্মকর্তার বিরুদ্ধে টিকেট বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়ার্কসপ এলাকা প্রদক্ষিন করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি