ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

‘বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ঐতিহ্যবাহী বিসিএস টেকসেশনের নতুন নেতৃত্ব গঠনে গণতান্ত্রিক পদ্বতিতে এ নির্বাচন সব ট্যাক্স ক্যাডারদের মান সুরক্ষিত করবে বলে মনে করি। গত কমিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন যার প্রমাণ নভেম্বরের শেষ সপ্তাহে আয়কর মেলায় দেখেছেন। আয়কর কর্মকর্তারা তাদের সেরা নৈপূ্ণ্যতা প্রদর্শনের মাধ্যমে কর কার্ড দিতে পেরেছেন।প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের যে স্বপ্ন সেটি বাস্তবায়নে রাজস্ব বোর্ড প্রস্তুত রয়েছি। দক্ষতার সঙ্গে আয়কর আহরণের মাধ্যমেই মধ্যম আয়ের দেশ থেকে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবদুর রাজ্জাক বলেন, রাজস্ব অাহরণ ও দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করতে কর ক্যাডাররা যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন।

তিনি আরও বলেন, জাতীয় রাজস্বের মোট ৮৬ ভাগ যোগান দেয় এই রাজস্ব বোর্ড। সরকারের অর্থ যোগানে সব থেকে ভালো ভূমিকা রাখছেন।


কেআই/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি