ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বাংলাদেশও সুইজারল্যান্ডের মতো পর্যটন সমৃদ্ধ হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পর্যটন সম্ভাবনাময় সম্পদগুলোকে আকর্ষনীয় করা গেলে বাংলাদেশেও একদিন সুইজারল্যান্ডের মতো পর্যটন সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক পর্যটন বিশেষজ্ঞরা। সেইসাথে দক্ষ জনবল গড়ে তোলারও পরামর্শ তাদের।

পর্যটন শিক্ষায় বিশ্বে শীর্ষস্থানীয় সুইজারল্যান্ড। জুরখের একটি প্রতিষ্ঠান: সুইস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি। আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা কর্মকর্তা বাংলাদেশী খন্দকার আমিন আহমেদ। সারা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন শিল্পের জন্য প্রতিনিয়ত দক্ষ জনবল তৈরি করছেন তারা।

বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা জানালেন, উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা।

উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে তরুণ শিক্ষার্থীরা আসলেও খুব একটা আগ্রহ নেই বাংলাদেশিদের। যদিও

নিজেদের প্রাকৃতিক সম্পদগুলোর সুন্দর ও আকর্ষনীয় উপস্থানাই পারে বাংলাদেশের পর্যটন শিল্পকে পাল্টে দিতে- এরকমই মত দিলে এই অধ্যাপক।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিন আহমেদও উন্নত পর্যটন শিল্প গড়ে তুলতে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ দিলেন।

আগামীতে বাংলাদেশের তরুণরা নিজেদের গড়ে তুলবেন আন্তর্জাতিক মানের পর্যটন শিক্ষায়- এ প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি