ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৭:০০, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩১, ২৯ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশকে ৬৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। নেলসনের স্যাক্সটন ওভাল মাঠে জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৮৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এতে, জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যাটসম্যানদের ব্যার্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। সিরিজে টিকে থাকার ম্যাচ। মেঘলা আকাশ আর আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় টস জিতে বলিং এর সিদ্ধান্ত বাংলাদেশ দলপতির। শুরুতেই মাশরাফির আঘাত। রানের খাতা খোলার আগেই গাপটিলকে ফেরত পাঠিয়ে গুমোট আবহাওয়ায় স্বল্প সংখ্যক বাংলাদেশী সমর্থকের মুখে হাঁসি ফোটান ম্যাশ। এরপর পেইস আর ঘূর্নি আক্রমন। নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যার্থ কিউই টপ আর মিডল অর্ডার। প্রতিরোধ গড়েন নেইল ব্রুম। বাংলাদেশী বোলারদের সাবলিলভাবে মোকাবেলা করে রানের খাতা সচল রাখেন এই কিউই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করে দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করার পথে মোকাবেলা করেন ১০৭টি বল। ছিল তিনটি ছক্কা আর আটটি চারের মার। মাশরাফি ৪৯ রান দিয়ে নিজের ঝুলিতে পোরেন ৩ উইকেট। জয়ের জন্য সতর্ক শুরুর পরও তামিম বিদায়ন নেন ১৬ রানে। এরপর স্বপ্ন দেখাতে শুরু করেন ইমরুল-আর সাব্বির। এই জুটি ৭৫ রান করার পর ভুল বুঝাবুঝিতে সাব্বির রান আউট হলে স্বপ্ন ভাঙ্গতে থাকে বাংলাদেশের। এরপর মাহমুদুল্লাহ আর সাকিব স্বল্প পুঁজিতে প্যাভিলিয়নের পথ ধরলে পুরো ব্যাকফুটে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে আশা জাগিয়ে রেখেছিলেন ইমরুল। কিন্তু ইমরুলের বিদায়ের পর বাংলাদেশের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। শেষ দিকের ব্যাটসম্যানরা শুধুই পরাজয়ের ব্যাবধান কমিয়েছেন মাত্র। নিউজিল্যান্ডের পক্ষে কেন উইলিয়ামসন ২২ রানে নিয়েছেন ৩টি উইকেট।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি